হাজীরপাড়া মসজিদের খতিব, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন আলকাদেরী
![]() |
মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন আলকাদেরী |
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন খন্দকার আলকাদেরী আপনাদের সকলের দোয়াপ্রার্থী।চন্দনাইশ হাজীরপাড়া জামে মসজিদের আমি খতিব হিসেবে খেদমত করছি সুদীর্ঘ ৫বছর যাবত। এতকাল ধরে যত আলোচনা পেশ করা হয়ে কোন রেকর্ড নেই। তাই গত ২বছর অনিয়মিত বা নিয়মিত করে কিছু ওয়াজ বিষয় বস্তুর আলোকে ইউটিউবএ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা যারা আমাকে মহব্বত করেন, তারা তাহা দেখিয়া উপকৃত হবেন।আমার চেনেলের নাম #Gias uddin ও #knowledge মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন আলকাদেরী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন