ফ্রিলেন্সিং-এ সফল হতে হলে ৭টি বিষয় মাথায় রাখতে হবে



ফ্রিলেন্সিং-এ সফল হতে হলে ৭টি বিষয় মাথায় রাখতে হবে ঃ

১) বিশ্বাসের সমস্যা ---

সর্বপ্রথম যে কারণে আমরা জীবনে যে সফলতা চাই তা না পাওয়ার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি না। 😒

ছোটবেলায় যে স্বপ্ন দেখলাম এই স্বপ্ন বড় হতে হতে ছোট হয়ে যায়। একটাই কারণ আমাদের চারপাশ বলে চোখ ছোট করো। এত বড় বড় চিন্তা করতে নাই ।

বিশ্বাস করেন এই কথা গুলো তারাই বলে যারা নিজে অসফল। তারা আপনাকেও তাদের ভিড়ে নিতে চায় - সফল মানুষ কখনোই আপনাকে এই বাঁধা দিবে না ।

২) আমাদের আশেপাশের পরিবেশ ----

আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশ যদি নেগেটিভ মাইন্ডের হয় তাহলে আমরাও যা চিন্তা করি তা সফল হবে না। আপনি হয়তো ভাবছেন আপনি বড় একটা বিজনেস করবেন এবং আপনার আশেপাশের মানুষের সাথে শেয়ার করলেন - কেউ একজন বলে ফেললো দূর এসব তোমাকে দিয়ে হবে না - ফুস - আপনার বিশ্বাসে আঘাত লাগলো এবং আপনি আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করলেন আসলেই আপনাকে দিয়ে হবে। 😥

৩) দ্রুত পাওয়ার চেষ্টা ---

এই প্রবণতা আমাদের অনেকের মধ্যে দেখা যায়। আমরা খুব তাড়াতাড়ি হাসিল করতে চাই। এই জন্য আসলে কিছু হাসিল হয় না। দিন শেষে আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। আসলে একটু খেয়াল করলে দেখা যায় কোন সফলতায় দ্রুত আসে নি। It's take time.

৪) জাম্পিং করা ---

এই সমস্যা আমারও ছিলো - আজ এই কাজ কাল ঐটা। আজকে মনে হচ্ছে এটা ভালো তো কাল ঐটা। আসলে এসব করে সব থেকে ক্ষতি হয় সময়ের। লেগে থেকে সামনে আগাতে না পারলে আসলে ফল ভালো হয় না। সুযোগ আসবেই কিন্তু সব যে নিতে হবে এমন না।

৫) সঠিক গাইড লাইন ----

এই সমস্যা আমাদের দেশে খুব বেশি। সঠিক গাইড লাইনের অভাবে অনেক এনার্জি প্লাস সময় নষ্ট হয়। আমি নিজেও ভুক্তভোগী। কিন্তু সমস্যা যেহেতু আছে সেহেতু চোখ কান খোলা রেখে নিজেকে যাচাই করতেই হবে। একজন সঠিক মেন্টর আপনাকে অনেক কিছু সহজে সমাধান করে দিতে পারেন।

৬) শুরুতে বড় করে শুরু করা ----

এটা ভুলটা একটা ফ্যাশানের মত হয়ে গেছে। জীবনে দুই টাকার বিজনেস করে নি কিন্তু সরাসরি লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসায় নেমে পড়া। তারপর যা হওয়ার তাই হয়। অভিজ্ঞতার অভাবে ব্যবসায় তালা। তাই শুরু করতে হবে একেবারে কম থেকে তারপর ক্রমান্বয়ে বড় করা।

৭) রিসার্চ না করা ----

এই পয়েন্টা হইতো একটু অন্যরকম কিন্তু এটা অনেক মারাত্মক একটা বিষয়। ধরুন আমি দেশ সেরা ক্রিকেটার হতে চাই - দেশের বর্তমান সব বড় বড় ক্রিকেটার কে ফলো করি কিন্তু তাদের কে রিসার্চ করি না । তাদের শুরু টা কেমন ছিলো - তারা কিভাবে শুরু করেছে কি কি সমস্যায় পরেছেন। শুধু সফলতা নয় অসফলতা থেকে শিক্ষা নিয়ে সামনে আগালে হতাশা আসবে না। ডিপ ডাউন রিসার্চ খুব প্রয়োজন।

( উপরের লেখা গুলো কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ - আশা করছি একটু হেল্প করতে পেরেছি।)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Patiya Freelancing institute of Gias sir

Some Important words